ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মিমের বিয়ে!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫
মিমের বিয়ে! ‘শৈলীর বিয়ে’ নাটকের দৃশ্যে বিদ্যা সিনহা মিম

মিম সারাক্ষণ একা একা কথা বলেন। এ নিয়ে পরিবার খুবই চিন্তায় আছে।

তাই মিমকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। কিন্তু তিনি তো রাজি নন!

যার বিয়ের আয়োজন চলছে, তিনি বিদ্যা সিনহা মিম হলেও পর্দায় উপস্থিত হবেন শৈলী নামে। ‘শৈলীর বিয়ে’ নামের নাটকে তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ের আয়োজন হতে দেখা যাবে। পাত্র প্রবাসী। মিমকে দেখার জন্য দেশে আসে সে।

‘শৈলীর বিয়ে’ লিখেছেন ও পরিচালনা করেছেন শিখর শাহনিয়াত। এতে আরও অভিনয় করেছেন শ্যামল মাওলা, ডলি জহুর, কাজী উজ্জল প্রমুখ। ২৩ জানুয়ারি রাত ৭টা ৪০ মিনিটে মাছরাঙা টিভিতে প্রচার হবে নাটকটি।

বাংলাদেশ সময় : ১২৪০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।