ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

কে হচ্ছেন সেরা মডেল?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫
কে হচ্ছেন সেরা মডেল? ‘ভিট-চ্যানেল আই টপ মডেল’ প্রতিযোগিতার শীর্ষ পাঁচ প্রতিযোগী

প্রতিযোগিতার শেষ প্রান্তে টিকে আছেন পাঁচ জন- মিথিলা, মুন, জেবা, লামিয়া ও চন্দ্র। টপ ফাইভ তারাই।

তাদের মধ্য থেকেই নির্বাচিত হবেন সেরা মডেল। ‘ভিট-চ্যানেল আই টপ মডেল’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালের সময় ঘনিয়ে এসেছে। ২৩ জানুয়ারি সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে এই আয়োজন।

এ বছর চলছে প্রতিযোগিতাটির তৃতীয় আসর। এবার বিচারক হিসেবে শুরু থেকেই রয়েছেন মডেল নোবেল, তানিয়া আহমেদ ও রূপ বিশেষজ্ঞ কানিজ আলমাস খান। প্রশিক্ষক হিসেবে ছিলেন ওয়াহিদা মল্লিক জলি, চয়নিকা চৌধুরী, অপু মাহফুজ ও সাইকা।

প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানটি সরাসরি দেখা যাবে চ্যানেল আইয়ের পর্দায়। পরিচালনা করবেন তাহের শিপন ও রুমানা রশীদ ঈশিতা।

বাংলাদেশ সময় :  ১৩০৭ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।