ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আবার শাহরুখ-ক্যাটরিনার প্রেম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫
আবার শাহরুখ-ক্যাটরিনার প্রেম ক্যাটরিনা কাইফ ও শাহরুখ খান

আবার জুটি বাঁধছেন শাহরুখ খান ও ক্যাটরিনা কাইফ। রোহিত শেঠির পরিচালনায় নাম চূড়ান্ত না হওয়া একটি ছবিতে ফের এক ফ্রেমে দেখা যাবে তাদের।



যশ চোপড়ার শেষ ছবি ‘যব তাক হ্যায় জান’ ছবিতে প্রথমবার একসঙ্গে অভিনয় করেন শাহরুখ ও ক্যাটরিনা। অন্যদিকে ‘চেন্নাই এক্সপ্রেস’-এর পর আবার নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের ছবি পরিচালনার জন্য রোহিতকে দায়িত্ব দিলেন শাহরুখ। রোহিতকে বলা হয়ে থাকে ১০০ কোটির রুপির পরিচালক। তার সর্বশেষ সব ছবিই এই অভিজাত ক্লাবে ঢুকতে পেরেছে।


জানা গেছে, শাহরুখ ও ক্যাটরিনার পাশাপাশি ছবিটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন বরুণ ধাওয়ান। এবারই প্রথমবারের শাহরুখ ও বরুণকে একসঙ্গে দেখা যাবে। এর চিত্রায়ন শুরু হবে মার্চে।

রোহিত শেঠির পরিচালনায় এ ছবিতে শাহরুখের সঙ্গে কাজলের অভিনয় করার গুঞ্জন শোনা যাচ্ছিলো কিছুদিন ধরে। কিন্তু তা এবার মিথ্যা প্রমাণিত হলো। সম্প্রতি এক প্রতিবেদনে বলা হয়েছিল শাহরুখ আর কাজলকে আবার অভিনয়ে দেখা যাবে কিন্তু সেটি মিথ্যা ছিল।

বাংলাদেশ সময় : ১৫৩৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।