ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

চার গায়িকাকে নিয়ে ইমরান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৫
চার গায়িকাকে নিয়ে ইমরান ইমরান

আরটিভি স্টার অ্যাওয়ার্ড অনুষ্ঠানের জন্য একটি গান তৈরি করলেন ইমরান। এর কথা এমন- ‘হাতছানি দিয়ে পৃথিবী জানায়, এগিয়ে যাওয়ার আহ্বান/এ আহ্বানেই লুকিয়ে আছে, স্বপ্নেরই সমাধান।

’ এতে ইমরানের সঙ্গে কণ্ঠ দিয়েছেন লিজা, পূজা, নাওমি ও কর্নিয়া।

ইমরান বাংলানিউজকে জানান, এর কথা লিখেছেন স্নেহাশীষ ঘোষ। ৪ ফেব্রুয়ারি আরটিভি স্টার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে চার গায়িকাকে নিয়ে গানটি পরিবেশন করবেন তিনি। এই আয়োজন সন্ধ্যা সাড়ে ৭টায় হোটেল সোনারগাঁ থেকে সরাসরি সম্প্রচার করবে আরটিভি।

২০১৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রচারিত নাটক ও অনুষ্ঠানসমূহের মধ্যে থেকে সৃজনশীল নাট্যকার, পরিচালক, অভিনয়শিল্পী, কণ্ঠশিল্পী, নৃত্যশিল্পী, ব্যান্ড বিভাগসহ মোট ২৮টি শাখায় এবার পুরস্কার দেওয়া হবে। দেশের শিল্প ও সংস্কৃতির বিকাশে অবদান রাখার জন্য এবার আজীবন সম্মাননা দেওয়া হবে সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব কামাল লোহানীকে।

* (বাঁ থেকে) লিজা, পূজা, নাওমি ও কর্নিয়া

বাংলাদেশ সময় : ১৮২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।