ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মিম ও বাপ্পির রসায়নের প্রথম ঝলক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৫
মিম ও বাপ্পির রসায়নের প্রথম ঝলক বাপ্পি ও মিম/ছবি : নূর/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিদ্যা সিনহা মিম ও বাপ্পি জুটি বেঁধেছেন ‘সুইটহার্ট’ নামের একটি ছবিতে। এ খবর পুরনো।

নতুন ব্যাপার হলো, ৪ ফেব্রুয়ারি এর একটি গানের অংশবিশেষ ছাড়া হয়েছে ইউটিউবে।

হৃদয় খানের সুর ও সংগীতে তারই গাওয়া গানটির সঙ্গে পর্দায় ঠোঁট মিলিয়েছেন বাপ্পি। এর একটি মুহূর্তে মিমকে শাড়ি পরিয়ে দেন বাপ্পি।

মিম বাংলানিউজকে জানান, এখন পর্যন্ত শুধু এ গানের দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে। আরও তিনটি গানের কাজ বাকি। ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় ছবিটিতে বিশেষ চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ।

* ‘সুইটহার্ট’ ছবির গানের অংশবিশেষের ভিডিও :


বাংলাদেশ সময় : ১৯০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।