ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

জাহিদ হাসানের ‘উড়ামন’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫
জাহিদ হাসানের ‘উড়ামন’ ‘উড়ামন’ নাটকে অহনা ও জাহিদ হাসান

সাধারণ পরিবারের ছেলে হলেও বিদেশ গিয়ে হঠাৎ ধনী হয়ে গেছেন জাহিদ হাসান। দেশে ফিরে সেই টাকা নিয়ে নানা কাজ করে আলোচিত হন তিনি।

সেগুলো হিতের চেয়ে বিপরীত হয় বেশি। এসব দেখা যাবে ‘উড়ামন’ নামের একটি ধারাবাহিক নাটকে।

জাহিদ হাসান নিজেই এটি পরিচালনা করেছেন। লিখেছেন জাকির হোসেন উজ্জ্বল। এতে সায়খুল চরিত্রে দেখা যাবে জাহিদকে। এতে তার সহশিল্পী নওশীন, অহনা, সিদ্দিকুর রহমান, শামীম জামান, কেয়া চৌধুরী প্রমুখ।

আরটিভিতে ২৬ জানুয়ারি থেকে সপ্তাহের প্রতি সোম থেকে বুধবার রাত ৮টা ২০ মিনিটে প্রচার হবে এটি।
 
বাংলাদেশ সময় :  ২২৩৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।