ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

হিন্দিতে জ্যাকুলিন দক্ষ হলেন যেভাবে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫
হিন্দিতে জ্যাকুলিন দক্ষ হলেন যেভাবে জ্যাকুলিন ফার্নান্দেজ

শ্রীলঙ্কা থেকে বলিউডে এসে ধীরে ধীরে জায়গাটা পাকাপোক্ত করে ফেলেছেন জ্যাকুলিন ফার্নান্দেজ। কিন্তু গত বছর ‘কিক’-এ অভিনয়ের আগ পর্যন্ত হিন্দিতে তিনি ছিলেন অন্য বিদেশিনীদের মতোই কাঁচা।

ছবিটিতে সালমান খানের সঙ্গে কাজ করার পর থেকে হিন্দিতে পাকা হয়ে উঠেছেন এই ২৯ বছর বয়সী।

মুম্বাইয়ে ২২ জানুয়ারি এক অনুষ্ঠানে জ্যাকুলিন জানান, ‘কিক’-এর প্রচারণার সময় তাকে হিন্দিতে সাক্ষাৎকার দেওয়ার জন্য রীতিমতো চাপ দিতেন সালমান। ফলে ছবিটিতে তিনিই নিজের সংলাপগুলো বলেছেন হিন্দিতে। তার ভাষ্য, ‘বলিউডের এই সুপারস্টারের সঙ্গে কাজ করার পরই হিন্দিতে উন্নতি করেছি আমি। তিনি আমাকে কোনোভাবেই ইংরেজিতে কথা বলতে দিতেন না। সালমান খান সত্যিকার অর্থেই অনেক অনুপ্রেরণাদায়ক একজন মানুষ। তার সঙ্গে কাজের পর মনে হচ্ছিলো বলিউডে আমার নতুন পথচলা শুরু হয়েছে। তিনি প্রচুর সহযোগিতা করেছেন, উৎসাহ দিয়েছেন। ’

জ্যাকুলিনের নতুন ছবি ‘রয়’ মুক্তি পাবে আগামী ১৩ ফেব্রুয়ারি। এতে তার সহশিল্পী রণবীর কাপুর ও অর্জুন রামপাল।

বাংলাদেশ সময় : ১৫৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।