ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সুইটহার্টের জন্য ব্যাংককে মিম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫
সুইটহার্টের জন্য ব্যাংককে মিম বিদ্যা সিনহা মিম / ছবি: নূর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘সুইটহার্ট’ নামের একটি ছবির কাজ করছেন বিদ্যা সিনহা মিম। এ ছবিতে তার সহশিল্পী হিসেবে কাজ করছেন রিয়াজ ও বাপ্পি।

এ ছবির ঢাকার বিভিন্ন জায়গার কাজ শেষে ২৬ জানুয়ারি ব্যাংককে রওনা করবেন মিম। প্রথমবারের মতো ব্যাংককে কোনো ছবির শুটিং এ অংশ নিচ্ছেন এই তারকা।

ছবিটি পরিচালনা করছেন ওয়াজেদ আলী সুমন। এ প্রসঙ্গে মিম বাংলানিউজকে বলেন, ‘ব্যাংককের পাতায়ায় আমাদের তিনটি গানের দৃশ্যায়ন হবে। চমৎকার একটি প্রেমের গল্পের ছবি এটি। আর প্রথমবার ছবির কাজে ব্যাংককে যাওয়া হচ্ছে। বেশ ভালো লাগছে। তবে বেশিদিন থাকা হবে না। কারণ ২ ফেব্রুয়ারি দেশে ফিরে ‘পদ্ম পাতার জল’ ছবির কাজ শুরু করব। ’

‘সুইটহার্ট’ ছবিতে বিশেষ একটি দৃশ্যে অভিনয় করছেন শম্পা রেজা। অন্যদিকে মিম তন্ময় তানসেনের ‘পদ্ম পাতার জল’ ছবির বেশকিছু অংশের কাজ শেষ করেছেন। এ ছবিতে তার বিপরীতে দেখা যাবে ইমনকে।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।