ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মানব পাচার নিয়ে ‘নিথর যাত্রা’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫
মানব পাচার নিয়ে ‘নিথর যাত্রা’ ‘নিথর যাত্রা‘ নাটকের দৃশ্যে মার্শাল ও শায়লা

আমরা প্রায়ই শুনে থাকি একদেশ থেকে অন্যদেশে মানব পাচারের নানা ঘটনা। এবার এমনই একটি কাহিনী নিয়ে নির্মিত হয়েছে বিশেষ টেলিছবি।

নাম ‘নিথর যাত্রা’। এটি চিত্রনাট্য ও পরিচালনা করেছেন রিটু রাজ।

সম্প্রতি কক্সবাজারের বিভিন্ন জায়গায় এর দৃশ্যধারনের কাজ শেষ হয়েছে। আর এ নাটকে বিভিন্ন দৃশ্যে অভিনয় করেছেন মার্শাল, শায়লা, অর্পণা ও শহীদুল ইসলাম সাচ্চু।

মার্শাল বাংলানিউজকে বলেন, ‘গ্রামের একটি সাধারণ ছেলে চরিত্রে আমাকে দেখা যাবে। যে দেশের বাইরে যাবার স্বপ্নে দালালচক্রের কারসাজিতে ফেঁসে যায়। বাইরে মানব পাচারের কাহিনী তুলে ধরা হয়েছে এ নাটকে। ’

খুব শিগগিরই যে কোনো টিভিতে ‘নিথর যাত্রা’ প্রচার হবে বলে জানা যায়।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।