ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

এক বছর মিশ্র অ্যালবামে রন্টি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫
এক বছর মিশ্র অ্যালবামে রন্টি আহমেদ হুমায়ন ও রন্টি দাস

ক্লোজআপ ওয়ান তারকা খ্যাত কণ্ঠশিল্পী রন্টি দাস প্রায় এক বছর পর একটি মিশ্র অ্যালবামে গান করলেন। তবে এটি একটি দ্বৈত গান।

‘আমি শুধু চেয়েছি’ শিরোনামের এ গানটিতে তার সঙ্গে প্রথমবার কন্ঠ দিলেন আহমেদ হুমায়ন।

রন্টি দাস বাংলানিউজকে বলেন, ‘ভালোবাসা দিবসের জন্য এ গানটি করলাম। প্রায়ই এক বছর পর মিশ্র অ্যালবামে কন্ঠ দেয়া হলো। রোম‍ান্টিক ধরনার এ গানটি সবার ভালোলাগবে বলে আশা করছি। ’

২৪ জানুয়ারি ইস্কাটনের একটি স্টুডিওতে গানটিতে কন্ঠ দিয়েছেন তারা। জিয়াউদ্দিন আলমের কথায় এ গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন রেজওয়ান শেখ।

জানা যায়, ঈগল মিউজিকের ব্যানারে ভালবাসা দিবসে ‘কন্যা’ শিরোনামে মিশ্র অ্যালবামে গানটি থাকবে।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।