ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

এমরান হাশমিকে প্রশিক্ষণ দিচ্ছেন আজহারউদ্দিন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫
এমরান হাশমিকে প্রশিক্ষণ দিচ্ছেন আজহারউদ্দিন এমরান হাশমি ও আজহার উদ্দিন

ক্রিকেটার আজহার উদ্দিনের জীবন কাহিনী নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র। এতে আজহার উদ্দিনের চরিত্রে অভিনয় করবেন এমরান হাশমি।

ইতোমধ্যে প্রস্তুতিও শুরু হয়ে গেছে। এমরান হাশমিকে ক্রিকেটার হয়ে উঠতে সহায়তা করছেন স্বয়ং আজহার। তিনিই হাশমীকে প্রশিক্ষণ দিচ্ছেন।

ম্যাচ ফিক্সিংয়ের ঘটনায় জড়িত থাকার অপরাধে আজীবন ক্রিকেট থেকে নির্বাসিত হয়েছিলেন আজহার। ভারতীয় এই ক্রিকেটারের বর্ণময় ও বিতর্কিত জীবনের সফল রূপদানে এবার পারফেকশনিস্ট হয়ে হাজির হলেন তিনি নিজেই৷

এমরান হাশমির কাছে রোম্যান্স করাটা বাঁ-হাতের খেল হলেও, মাঠে নেমে ব্যাট-বল খেলা এতো সহজ নয়। তাই প্রথম থেকেই ঘাম ঝরাচ্ছেন এমরান। আজহারের কাছে নিয়মিত ক্রিকেটের ক্লাস নিচ্ছেন। শোনা যাচ্ছে, শুধু মাঠে নয়, খেলার বাইরেও একসঙ্গে সময় কাটাচ্ছেন তারা।

আজহারের স্টাইল ভালো করে রপ্ত করতেই এতো কষ্ট করেছেন এমরান। এখন অপেক্ষা শুধু মুক্তির। কারণ পর্দাতেই বোঝা যাবে আজহার কেমন শিক্ষক!  ছবিতে আজহারের প্রথম স্ত্রী নৌরিনের চরিত্রে অভিনয় করবেন প্রাচী দেশাই। দ্বিতীয় স্ত্রী সঙ্গীতা বিজলানীর ভূমিকায় কে থাকছেন তা এখনও চূড়ান্ত নয়।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।