ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আড়াই বছর পর জিঙ্গেলে ন্যান্সি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫
আড়াই বছর পর জিঙ্গেলে ন্যান্সি ন্যান্সি /ছবি : নূর /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

হাবিব ওয়াহিদের সংগীত পরিচালনায় একসঙ্গে বেশকিছু অ্যালবাম ও জিঙ্গেলে কাজ করেছেন ন্যান্সি। এবার ২৬ জানুয়ারি সন্ধ্যায় প্রাণ এর একটি বিজ্ঞাপনের জিঙ্গেলে কন্ঠ দিয়েছেন তিনি।

আর এর সংগীত পরিচালনা করেছেন হাবিব। জিঙ্গেলের কথা এমন ‘আহ! কি শীতলতা তোমায় ঘিরেছে। আহ! কি আনন্দ প্রাণ আপ চুমুকে।

এ প্রসঙ্গে ন্যান্সি বাংলানিউজকে বলেন, ‘প্রায় আড়াই বছর পর হাবিব ভাইয়ের সংগীতে জিঙ্গেলে কন্ঠ দেয়‍া হলো। বেশ ভালো লাগলো এ কাজটি করে। আশা করছি, প্রচারের পর দর্শক-শ্রোতাদেরও পছন্দ হবে। ’

এছাড়া কিছুদিন আগে ওয়াজেদ আলী সুমনের ‘সুইটহার্ট’ ছবিতে হাবিব ওয়াহিদ ও ন্যান্সি একসঙ্গে একটি গানে কন্ঠ দেন। আকাশ ছোঁয়া ভালোবাসা (২০০৬) ছবির ‘পৃথিবীর যত সুখ যত ভালোবাসা’ গানে প্রথম প্লেব্যাক করেন ন্যান্সি। গানটির সুরকার ও সংগীত পরিচালক ছিলেন হাবিব। এরপর তাঁরা একসঙ্গে অনেক কাজ করেছেন। হাবিবের সুর করা গান গেয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ন্যান্সি।
 
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।