ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

চার বছর পর প্লেব্যাকে সালমা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫
চার বছর পর প্লেব্যাকে সালমা সালমা/ ছবি : নূর/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চার বছর পর প্ল্যেবাক করলেন সংগীতশিল্পী সালমা। ছবির নাম ‘বাঙ্গালি কন্যা।

গানটির সুর ও সংগীত করেছেন সুমন কল্যাণ। গানের কথা হলো ‘তোম‍ার লাগি মন বিবাগি জাত কুল মান হারা, স্বপন পুড়ে অঙ্গার হইলো দু:খরা দেয় তাড়া/ অ‍ার কিছুদিন এমন হলে বুকের ভিতর কষ্ট বইলে যাবো আমি ম‍ারা’। গানটি রচনা করেছেন এ মিজান। ২৪ জানুয়ারি মগবাজারের একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

গানটি নিয়ে সালমা বাংলানিউজকে বলেন, ‘প্রায় চার বছর পর প্লেব্যাক করা হলো। সবশেষ ‘রুপ গাওয়‍াল’ ও ‘মাটির ঠিকানা’ ছবিতে কন্ঠ দিয়েছিলাম। গানটির কথা বেশ ভালো লেগেছে আমার। ’

সুমন কল্যাণ বলেন, ‘গানটি বেশ ভালো করেই গেয়েছেন সালমা। আর ফোক ধাঁচের গান এটি। ’ ‘বাঙ্গালি কন্যা’ ছবিটি পরিচালনা করছেন ইদ্রিস হায়দার।

বাংলাদেশ সময় : ২০৫১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।