ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

দঙ্গলের জন্য আমিরের নতুন সাজ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫
দঙ্গলের জন্য আমিরের নতুন সাজ

ছবিটি ভালোভাবে খেয়াল করুন। বিশেষ করে মাঝের ভদ্রলোককে।

ইনি আর কেউ নন, আমির খান! গালভর্তি কাঁচা-পাকা দাড়ি, মাথাও প্রায় টেকো। এমন সাজেই ‘দঙ্গল’ নামের একটি ছবিতে দেখা যাবে তাকে।

আমির মানেই চমক। বিভিন্ন সময়ে অনবদ্য সব চরিত্রে অভিনয় করে দর্শকদের মন মাতিয়েছেন তিনি। এর সর্বশেষ উদাহরণ ‘পিকে’। তবে চলতি বছর নতুন ছবি মুক্তি নিয়ে তাড়াহুড়ো নেই বলিউডের এই মিস্টার পারফেকশনিস্টের। এর নেপথ্য কারণ ‘দঙ্গল’। এর অর্থ রেসলিং খেলা। এটি তৈরি হচ্ছে বিখ্যাত পালোয়ান মহাবীর ফোগাতের জীবন নিয়ে।

কয়েক মাস ধরে গুঞ্জন ও জল্পনা চলছিলো, নিজের নতুন ছবি ‘দঙ্গল’-এ পালোয়ান মহাবীর ফোগাতের ভূমিকায় অভিনয় করবেন আমির। তবে তার মুখ থেকে এ নিয়ে কিছুই শোনা যায়নি। এবার একটি ছবি প্রকাশ করে ৪৯ বছর বয়সী এই সুপারস্টার আভাস দিলেন, তেমন কিছুই ঘটতে যাচ্ছে।

ছবিটিতে আমিরকে দেখেই মনে হচ্ছে, চরিত্রের সঙ্গে মানিয়ে নিতে শারীরিক প্রশিক্ষণ নিচ্ছেন। ‘পিকে’র চরিত্রের চেয়ে পুরোপুরি আলাদা এই সাজ।

বাংলাদেশ সময় : ২০৩০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।