ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

অবশেষে বিকিনিতে টেলর সুইফট

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫
অবশেষে বিকিনিতে টেলর সুইফট

নতুন বছরে রক্ষণশীল মেজাজ থেকে বেরিয়ে এলেন টেলর সুইফট। প্রথমবারের মতো বিকিনি পরা ছবি বেরিয়েছে তার।

এ নিয়ে শোরগোল পড়ে গেছে অনলাইন দুনিয়ায়।

হাওয়াই দ্বীপের মাউই নামক স্থানে বেড়ানোর সময় ছবিটি তোলা হয়। সেখানে হাইম ব্যান্ডের সঙ্গে অবকাশযাপনে গেছেন সুইফট। সমুদ্রের পাড়ে ফূর্তির সময় বিকিনি পরে সেলফি তুলেছেন ২৪ বছর বয়সী এই পপ গায়িকা।

গোটা বিশ্বে টেলর সুইফট এখন সবচেয়ে আকর্ষণীয় পপতারকাদের মধ্যে অন্যতম। বিশ্বের অন্যান্য গায়িকারা প্রায়ই যৌন আবেদনময়ী ভঙ্গিতে সেলফি তুলে তা অনলাইনে দিয়ে দেন। কিন্তু সুইফট তাদের মধ্যে ছিলেন ব্যতিক্রম। এমনকি গত মাসে লাকি সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে সুইফট বলেন, ‘শরীর দেখিয়ে মনোযোগ আকর্ষণ করা মোটেই পছন্দ নয় আমার। এ কাজ করলে আপনারাই আমাকে নিয়ে বাজে মন্তব্য শুরু করবেন। ’ অবশ্য বিকিনি পরা অবস্থায় তাকে মোটেও মন্দ লাগছে না। বোদ্ধারা বরং তার শারীরিক গড়নের প্রশংসা করছেন।

বাংলাদেশ সময় : ২১৩৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।