ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বিয়ে করছেন জনি ডেপ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫
বিয়ে করছেন জনি ডেপ জনি ডেপ ও অ্যাম্বার হার্ড

আর কদিন পরেই বাজতে যাচ্ছে জনি ডেপের বিয়ের সানাই। প্রেমিকা অ্যাম্বার হার্ডকে পাকাপাকিভাবে বিয়ে করছেন তিনি।

বর্তমানে তারা অবকাশ যাপনের জন্য বাহামা দ্বীপে অবস্থিত জনি ডেপের নিজস্ব বাসভবনে অবস্থান করছেন।

আর সেখানে থেকেই বিয়ের পরিকল্পনাটা করছেন বলে জান যায়। ফেব্রুয়ারির ৭-৮ তারিখের মধ্যে তারা বিয়ে করবেন। খবর ডেইলি মেইলের।

এই অভিনেতা এবং অভিনেত্রী ২০১৩ সালে ডিসেম্বরে আংটি বদল করেন। টানা এক বছর একসাথে মেলামেশার পর এবার তারা বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

তাদের বিয়েতে অ্যাম্বারের পরিবারের কিছু ঘনিষ্ঠ সদস্য ও ৫০ জন অতিথি উপস্থিত থাকবেন এবং জনি ডেপের ১৫ বছর বয়সী মেয়ে ও ১২ বয়সী ছেলে জেকও উপস্থিত থাকবেন বলে জানা যায়।

৫১ বছর বয়সী এই অভিনেতা জানিয়েছেন, তাদের কাজের ব্যস্ততার কারণে এই তারিখ ঠিক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।