ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ন্যান্সি-রিজভীর ‘আমি চাই তোরে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫
ন্যান্সি-রিজভীর ‘আমি চাই তোরে’ রিজভী ওয়াহিদ ও ন্যান্সি

‘চোখেরই পলকে’, ‘যদি তুমি’, ‘রোদ্দূর ভেঙ্গে’ গানগুলো দিয়ে শ্রোতামহলে আলোচিত হন সংগীতশিল্পী রিজভী ওয়াহিদ। অন্যদিকে দেশের অনেক শ্রোতাপ্রিয় গানের শিল্পী ন্যান্সি।

এবার প্রথমবারের মতো একসঙ্গে কোনো গানে কণ্ঠ দিলেন এই দুই শিল্পী। সুর ও সংগীত করেছেন শান।

সম্প্রতি দুজনের কণ্ঠে গানটির রেকর্ডিং হয়েছে। গানটির শিরোনাম ‘আমি চাই তোরে’। ‘উড়ছে আলো তোর চোখের ওই পথ ধরে/লাগছে ভালো থাকতে আজ তোর হাত ধরে’-এমন কথায় গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন।

গানটি প্রসঙ্গে রিজভী ওয়াহিদ বলেন, ‘ন্যান্সি আমার অনেক পছন্দের একজন শিল্পী। অনেক দিনের ইচ্ছা ছিল তাঁর সঙ্গে একটি দ্বৈত গানে কণ্ঠ দেওয়ার। সে ইচ্ছাটি এবার পূরণ হয়েছে। আশাকরি, গানটি সবাই পছন্দ করবেন। ’

ন্যান্সি বাংলানিউজকে বলেন, ‘গানটির কথা এবং সুর-সংগীতায়োজন ভালো হয়েছে। আশা করছি, শ্রোতাদের পছন্দ হবে। ’

রিজভী ওয়াহিদ আরো জানান, কিছুদিনের মধ্যেই গানটির মিউজিক ভিডিও তৈরি করবেন তিনি।

উল্লেখ্য, ‘২০১২ সালে লেজার ভিশনের ব্যানারে প্রকাশিত হয় রিজভী ওয়াহিদের প্রথম একক অ্যালবাম ‘প্রথম স্বপ্ন’।  

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।