ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

তারকাদের সেলফি-উচ্ছ্বাস

কামরুজ্জামান মিলু, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫
তারকাদের সেলফি-উচ্ছ্বাস সেলফিতে বাপ্পী, মৌসুমী, ইরিন, শাবনুর, পপি, শাহনুরসহ আরো অনেকে

তারকার ঢল নেমেছিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে। ৩০ জানুয়ারি সকাল থেকে শুরু হওয়া এ নির্বাচনে ভোট দিতে আসা তারকাদের দ্যুতিতে আলোকিত হয়ে ওঠে পুরো এফডিসি প্রাঙ্গণ।



নির্বাচনে হার-জিতের উত্তেজনার পরিবর্তে মিলনমেলার উচ্ছ্বাস লেগেছিল প্রার্থী-ভোটার-ভক্ত-অতিথি সবার মাঝে। চিত্রগ্রাহকদের ক্যামেরায় ধরা পড়া মুহূর্তগুলো বলছে, ভোট দিয়ে আঙ্গুল দেখানোর পরিবর্তে জনে জনে জড়ো হয়ে সেলফি উৎসবে করেছেন। পর্দার নতুন মুখেরা সেলফি উচ্ছ্বাসে বেশি দুরন্ত থাকলেও পিছিয়ে ছিলেন না প্রবীণরাও। বর্ষিয়ান-জ্যেষ্ঠ অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে দেখা হওয়ার পর সেলফি উঠাতে ভুল করেননি নবীন শিল্পী এমনকি ভক্তরাও।

তারকাদের মোবাইলে ওঠানো সেলফি নিয়ে এই আয়োজন।

সেলফিবন্দি দেখা গেছে কবরী, শাকিব খান, রিয়াজ, শাবনুর, পপি, অরুণা বিশ্বাস, দিতি, আমিন খান, অমিত ‍হাসান, মিশা সওদাগর, আলীরাজ, সুব্রত, ওমর সানি, শাহনুর, ইমন, নিরব, আঁচল, সায়মন, বাপ্পী, ডন, ইরিন জামান, জায়েদ খান, দীঘি, পরিচালক সোহানুর রহমান সোহান, মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, প্রযোজক সুদীপ দেসহ অনেককে।


























বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।