ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ফিল্মফেয়ারে রাজত্ব করলো ‘কুইন’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৫
ফিল্মফেয়ারে রাজত্ব করলো ‘কুইন’

বলিউডের ‘অস্কার’ নামে পরিচিত ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে এবার ছয়টি পুরস্কার জিতেছে ‘কুইন’। এতে অভিনয়ের জন্য কঙ্গনা রনৌত সেরা অভিনেত্রী আর পরিচালনার জন্য বিকাশ বল সেরা পরিচালকের সম্মান জিতেছেন।

গত ৩১ জানুয়ারি ভারতের মুম্বাইয়ে যশরাজ ফিল্মস স্টুডিওতে বসে ফিল্মফেয়ারের ৬০তম আসর। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন করণ জোহর, কপিল শর্মা ও আলিয়া ভাট।

দ্বিতীয় সর্বাধিক পাঁচটি পুরস্কার জিতেছে উইলিয়াম শেক্সপিয়রের রচনা অবলম্বনে বিশাল ভরদ্বাজ পরিচালিত ‘হায়দার’। এতে নাম ভূমিকায় অভিনয়ের জন্য সেরা অভিনেতা হয়েছেন শহীদ কাপুর। এ ছাড়া সেরা পার্শ্বঅভিনেতা ও পার্শ্বঅভিনেত্রী হন যথাক্রমে কে কে মেনন ও টাবু।

রোমান্টিক-কমেডি ছবি ‘টু স্টেটস’ আর সর্বকালের সবচেয়ে ব্যবসাসফল ছবি ‘পিকে’ জিতেছে একাধিক পুরস্কার। আজীবন সম্মাননা পেয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী কামিনী কৌশল।

চমকপ্রদ ব্যাপার হলো, শাহরুখ খানের ‘হ্যাপি নিউ ইয়ার’ এবং প্রিয়াঙ্কা চোপড়ার ‘মেরি কম’ ফিরেছে শুন্য হাতে।

সেরা তালিকা
ছবি : কুইন
পরিচালক : বিকাশ বল
অভিনেতা : শহীদ কাপুর (হায়দার)
অভিনেত্রী : কঙ্গনা রনৌত (কুইন)
পার্শ্বঅভিনেত্রী : টাবু (হায়দার)
পার্শ্বঅভিনেতা : কে কে মেনন (হায়দার)
নতুন পরিচালক : অভিষেক বর্মণ (টু স্টেটস)
সংগীত পরিচালক : শঙ্কর-এহসান-লয় (টু স্টেটস)
গীতিকার : রেশমি সিং (মুসকুরানে, সিটি লাইটস)
নতুন অভিনেতা : ফাওয়াদ খান (খুবসুরত)
নতুন অভিনেত্রী : কৃতী স্যানন (হিরোপান্তি)
গল্পকার : রজত কাপুর (অাঁখো দেখি)
সংলাপ রচয়িতা : অভিজাত জোশি ও রাজকুমার হিরানি (পিকে)
চিত্রনাট্যকার : অভিজাত জোশি ও রাজকুমার হিরানি (পিকে)
গায়ক : অঙ্কিত তিওয়ারি (গালিয়া, এক ভিলেন)
গায়িকা : কনিকা কাপুর (বেবি ডল, রাগিনি এমএমএস টু)
আজীবন সম্মাননা : কামিনী কৌশল
নৃত্য পরিচালক : আহমেদ খান (জুম্মে কি রাত, কিক)
আবহসংগীত রচয়িতা : অমিত ত্রিবেদি (কুইন)
চিত্রগ্রাহক : ববি সিং ও সিদ্ধার্থ দিওয়ান (কুইন)
মারামারি পরিচালক : শ্যাম কৌশল (গুন্ডে)
সম্পাদনা : অভিজিৎ কোকাতে ও অনুরাগ কাশ্যপ (কুইন)
শিল্প নির্দেশক : সুব্রত চক্রবর্তী ও অমিত রায় (হায়দার)
পোশাক পরিকল্পনা : ডলি আহলুওয়ালিয়া (হায়দার)
শব্দসজ্জা : অনিল কুমার কোনাকান্ডলা ও প্রবাল প্রধান (মারদানি)

সমালোচক পছন্দে সেরা
অভিনেতা : সঞ্জয় মিশ্র (অাঁখো দেখি)
অভিনেত্রী : আলিয়া ভাট (হাইওয়ে)
ছবি : অাঁখো দেখি

বাংলাদেশ সময় : ১০২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।