ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ফারিয়ার সঙ্গে সজল ও তূর্য

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৫
ফারিয়ার সঙ্গে সজল ও তূর্য (বাঁ থেকে) সজল, ফারিয়া ও তূর্য

সজল ও ফারিয়া অনেক আগে থেকে বিভিন্ন নাটকে ভিন্ন সব চরিত্রে অভিনয় করে আসছেন। তবে এবার তাদের সঙ্গে একটি নাটকে প্রথমবার অভিনয় করলেন পাওয়ার ভয়েজ থেকে আসা সংগীতশিল্পী তূর্য।

নাম ‘অচেনারে চেনা’। আমিরুল ইসলাম অরুণের রচনা ও চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন কৌশিক হোসেন এবং রেইনি হাবিবা।

২৯ জানুয়ারি রাজধানীর বিভিন্ন জায়গায় এর দৃশ্যধারনের কাজ শেষ হয়েছে। নাটকটি নিয়ে তূর্য বাংলানিউজকে বলেন, ‘এটা একটি ত্রিভুজ প্রেমের কাহিনী। আমার অভিনীত প্রথম নাটক এটি। শিল্পী ‍হবার জন্য এ নাটকে অভিনয়ের বাইরে আমাকে একটি গানও করতে হয়েছে। আশা করছি, সবার পছন্দ হবে এটি। ’

ভালাবাসা দিবস উপলক্ষে নির্মিত এ নাটকে সজলকে ইকবাল, ফারিয়াকে ফারজানা ও তূর্যকে আসিফ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।

মাছরাঙ্গা টিভিতে খুব শিগগিরই প্রচার হবে ‘অচেনারে চেনা’।

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, ১ ফেব্রুয়ারি, ২০১৫


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।