ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

জেনে নিন কোথায় কী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৫
জেনে নিন কোথায় কী দৃশ্য : ‘অনামিকা সাগরকন্যা’

রাজধানীর বিভিন্ন বিনোদন ও সাংস্কৃতিক কেন্দ্রে ১ ফেব্রুয়ারি রয়েছে নানান আয়োজন। এক ঝলকে জেনে নিন…

মঞ্চ
বাংলা একাডেমি, ঢাকা : অমর একুশে বইমেলা।

তুরঙ্গমী রেপার্টরী অব ড্যান্সের নৃত্যনাট্য ‘অনামিকা সাগরকন্যা’ সন্ধ্যা ৭টায়। ভাবনা, নকশা, নৃত্য পরিচালনা ও নির্দেশনায় পূজা সেনগুপ্ত।
হাকিম চত্বর, ঢাকা বিশ্ববিদ্যালয় : জাতীয় কবিতা উৎসব সকাল ১০টা থেকে রাত ১০টা।
সেলিম আল দীন মুক্তমঞ্চ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় : জাহাঙ্গীরনগর থিয়েটারের নাট্যোৎসবের শেষ দিন সন্ধ্যা সাড়ে ৬টায়।
পরীক্ষণ থিয়েটার হল, বাংলাদেশ শিল্পকলা একাডেমী, সেগুনবাগিচা : প্রতীক থিয়েটারের নাটক ‘অচিন দ্বীপের উপাখ্যান’ সন্ধ্যা সাড়ে ৬টায়। উইলিয়াম শেক্সপিয়রের ‘টেম্পেস্ট’ অবলম্বনে লিখেছেন ও নির্দেশনা দিয়েছেন ড. মুকিদ চৌধুরী।

টেলিভিশন
এটিএন বাংলা :  প্রতিদিনের ধারাবাহিক নাটক ‘সাতটি তারার তিমির’ রাত ১০টা ৫৫ মিনিটে। অভিনয়ে মৌসুমী হামিদ, জয়িতা মহলানবীশ, সাদিকা স্বর্ণা, শর্মিমালা, সানজিদা প্রীতি, মৌটুসী বিশ্বাস, মুমতাহিনা টয়া, সুবর্ণা মুস্তাফা, দিলারা জামান, আল মামুন, ইন্তেখাব দিনার।  
এনটিভি :  একক নাটক ‘স্লো পয়জন’ রাত ৯টায়। অভিনয়ে চম্পা, নাদিয়া, আশিক মনির, আব্দুল বারিক মুকুল।

চ্যানেল নাইন :
ধারাবাহিক নাটক ‘রাব্বু ভাইয়ের বউ’ রাত সাড়ে ৯টায়। অভিনয়ে পার্থ বড়ুয়া, অপর্ণা ঘোষ, তৌসিফ, টয়া, কাজী উজ্জ্বল, শিরীন আলম, জয়নাল।

চলচ্চিত্র
জাতীয় চিত্রশালা মিলনায়তন, বাংলাদেশ শিল্পকলা একাডেমী, সেগুনবাগিচা  : জহির রায়হান চলচ্চিত্র উৎসব। ‘স্টপ জেনোসাইড’ সন্ধ্যা ৬টায়, ‘জীবন থেকে নেয়া’ সন্ধ্যা সাড়ে ৬টায়।
স্টার সিনেপ্লেক্স, পান্থপথ
* পেঙ্গুইন্স অব মাদাগাস্কার থ্রিডি (দুপুর ২টা ১৫, বিকেল সাড়ে ৪টা)।
* জেসাবেলে (দুপুর ২টা ৩০, বিকেল ৪টা ৪৫, সন্ধ্যা ৭টা ১৫)।
* দ্য হাঙ্গার গেমস : মকিংজে-পার্ট ওয়ান (দুপুর ১টা ৪০)।
* রোমিও বনাম জুলিয়েট (বিকেল ৪টা, সন্ধ্যা ৭টা)।
* বিউটি অ্যান্ড দ্য বিস্ট (দুপুর ১টা ৩০)।
* ওয়ান্টেড (বিকেল ৪টা ১০, সন্ধ্যা ৭টা)।
* বয়হুড (বিকেল সাড়ে ৪টা)।

ব্লকবাস্টার সিনেমাস
* দ্য হবিট : দ্য ব্যাটেল অব দ্য ফাইভ আর্মিস থ্রিডি (দুপুর সাড়ে ১২টা, বিকেল ৩টা ৫০, সন্ধ্যা ৬টা ৪০)।
* নাইট অ্যাট দ্য মিউজিয়াম : সিক্রেট অব দ্য টম্ব (দুপুর সাড়ে ১২টা, সন্ধ্যা ৭টা ২০)।
* পেঙ্গুইন্স অব মাদাগাস্কার থ্রিডি (দুপুর সাড়ে ১২টা, দুপুর ২টা ৩০, সন্ধ্যা ৭টা ৫০)।
* এক্সোডাস : গডস অ্যান্ড কিংস (দুপুর সাড়ে ১২টা, বিকেল ৪টা ৪০)।
* রোমিও বনাম জুলিয়েট (দুপুর সাড়ে ১২টা, বিকেল ৪টা, সন্ধ্যা ৭টা)।
* ওয়ান্টেড (দুপুর ১২টা, বিকেল ৩টা ৪০, সন্ধ্যা ৬টা ৪০)।
* টিনেজ মিউট্যান্ট নিনজা টার্টেলস থ্রিডি (বিকেল ৪টা)।
* ইন্টারস্টেলার (বিকেল ৩টা, সন্ধ্যা সাড়ে ৬টা)।
* গন গার্ল (বিকেল ৩টা ৪০)।

প্রদর্শনী
বেঙ্গল আর্ট লাউঞ্জ, গুলশান, ঢাকা : মোহাম্মদ টোকনের একক চিত্র প্রদর্শনী ‘লাইট, ডার্ক, স্পেস’ চলবে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন দুপর ১২টা থেকে রাত ৮টা।
ঢাকা আর্ট সেন্টার, ধানমন্ডি
* ২৮ চিত্রশিল্পীর চিত্রকর্ম নিয়ে দলীয় চিত্রপ্রদর্শনী চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা।
* শিল্পী মাজাহারুল ইসলাম কচির ‘ভ্রমণ ও উৎসব’ শীর্ষক একক চিত্রকর্ম প্রদর্শনী চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা।

বাংলাদেশ সময় : ১৩৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।