ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

গাড়িতে আম নিয়ে ছুটছেন সাজ্জাদ!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৫
গাড়িতে আম নিয়ে ছুটছেন সাজ্জাদ! বিজ্ঞাপনের সেটে ইরফান সাজ্জাদ

প্রেমিকার সঙ্গে অভিমানে অজানায় চলে যেতে চায় এক তরুণ। এমন সময় কল্পনার ভুবনে নিজেকে নতুনরূপে আবিষ্কার করে সে।

ওই ভুবনে একটি ট্রাকে করে আম নিয়ে ছুটছেন, অন্যদিক থেকে আসছে আরেকটি মেয়ে।

একটি বিজ্ঞাপনচিত্রে এমন প্রেমময় সময়ে দেখা যাবে ইরফান সাজ্জাদকে। এটি পানীয়র বিজ্ঞাপন। নাফিসের নির্দেশনায় ১ ফেব্রুয়ারি রাজধানীর কোক স্টুডিওতে এর দৃশ্যধারণ শুরু হয়েছে।

সাজ্জাদ বাংলানিউজকে জানান, আরএফএল দুরন্ত সাইকেলের একটি বিজ্ঞাপনেও মডেল হয়েছেন তিনি। মাসুদ জাকারিয়া সাবিনের নির্দেশনায় এটিও শিগগিরই টিভিতে প্রচার হবে।

বাংলাদেশ সময় : ১৭০০ ঘণ্টা, ১ ফেব্রুয়ারি, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।