ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শাকিবের কাছে শুভর দুঃখ প্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৫
শাকিবের কাছে শুভর দুঃখ প্রকাশ শাকিব খান ও আরিফিন শুভ / ছবি: নূর/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে নবীন-প্রবীণ জনপ্রিয় অনেক তারকাকে এফডিসি প্রাঙ্গণে এসে ভোট দিয়েছেন। কিন্তু হালের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ ছিলেন অনুপস্থিত।

কারণ কী?

৩০ জানুয়ারি এফডিসিতে অনুষ্ঠিত হয় নির্বাচন। ওইদিন প্রাণ আপের বিজ্ঞাপনচিত্রের দৃশ্যধারণে ব্যস্ত ছিলেন শুভ। তাই ভোট দিতে যেতে পারেননি তিনি। তবে মুঠোবার্তায় শিল্পী সমিতির নির্বাচিত সভাপতি শাকিব খানকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। পাশাপাশি ভোট দিতে না পারায় দুঃখও প্রকাশ করেন।

এ প্রসঙ্গে শুভ বাংলানিউজকে বলেন, ‘সেদিন সকাল থেকে বিজ্ঞাপনের কাজ ছিলো আমার। আমি কয়েকবার যাওয়ার চেষ্টা করলেও পারিনি। শুটিং লোকেশন থেকে এফডিসির দূরত্ব ছিল বেশ। ’

শুভ আরও বলেন, ‘নির্বাচন চলাকালে আমি শাকিব ভাইকে ফোন করেছিলাম। তিনি ব্যস্ততার কারণে ফোন ধরতে পারেননি। এরপর তাকে এসএমএস করেছি। আমি তাকে নতুন পদে নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জানাই। ’

বাংলাদেশ সময় : ১৫১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৫

বিনোদন ও সংস্কৃতি বিষয়ক যাবতীয় যোগাযোগ এই ই-মেইলে : binodon.banglanews@gmail.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।