নতুন বছরে সুখবর দিতে যাচ্ছেন আরিফিন শুভ। ভালোবাসা ও ভাষার মাস ফেব্রুয়ারিতে তিনি বিয়ের ঘোষণা দিয়েছেন।
তাকে ঘরে তুলে আনার জন্য পরিবার থেকেও সাড়া পেয়েছেন শুভ। বিয়ে প্রসঙ্গে তিনি বাংলানিউজকে বলেন, ‘আমি পরিবারের সিদ্ধান্তে অর্পিতাকে বিয়ে করতে যাচ্ছি। ভক্ত ও দর্শকদের কাছে আমার নতুন জীবনের জন্য দোয়া কামনা করছি। ’
জানা যায়, কলকাতায় বেড়ে ওঠা অর্পিতা ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে ফ্যাশন ডিজাইনার হিসেবে চাকরি করছেন।
আরিফিন ৩ ফেব্রুয়ারি কলকাতায় রওয়ানা করেছেন। সেখানে অর্পিতার পরিবারের সঙ্গে একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দেবেন ও ১৬ ফেব্রুয়ারি ঢাকায় ঘরোয়াভাবে তাদের বিয়ে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ০৫৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫
বিনোদন ও সংস্কৃতি বিষয়ক যাবতীয় যোগাযোগ এই ই-মেইলে : binodon.banglanews@gmail.com