ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ছোট পর্দায় সরাসরি গানসু অপেরা হাউজ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৫
ছোট পর্দায় সরাসরি গানসু অপেরা হাউজ ছবি: নুর /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাংলাদেশ ও চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ৪০ বছর পূর্তি উপলক্ষে চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেন্টারের আয়োজনে ৪ ফেব্রুয়ারি ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে গানসু অপেরা হাউজের পরিবেশনায় ‘ডানহুয়াং মেলোডি’, ‘চার্ম অফ দি সিল্ক রোড’ শিরোনামের বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সহযোগিতা করছে ঢাকাস্থ চীনা দূতাবাস ও এটিএন বাংলা।



সুদূর চীনের গানসু প্রদেশ থেকে অতিথি হয়ে আসা একঝাঁক শিল্পী এই সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ, গান, আবৃত্তি, জাদু, অ্যাক্রোবেটিকসসহ চীনের ঐতিহ্য ও সংস্কৃতির অংশবিশেষ তুলে ধরবেন। এটিএন বাংলা পুরো আয়োজন সন্ধ্যা সাড়ে ৭টা থেকে সরাসরি সম্প্রচার করবে।

বাংলাদেশের মানুষকে চীনা নববর্ষের শুভেচ্ছা জানাতে এবং চীন-বাংলাদেশের সাংস্কৃতিক মেলবন্ধনকে আরও জোরদার করতে সাংস্কৃতিক দলটি বাংলাদেশে এসেছে। গত ২ ও ৩ ফেব্রæয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে তাদের পরিবেশনা উপভোগ করেছেন অনেকে।

বাংলাদেশ সময় : ১৯০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।