ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বিমানবাহিনী জাদুঘরের সামনে আসিফ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৫
বিমানবাহিনী জাদুঘরের সামনে আসিফ কাজী আসিফ/ছবি : নূর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিমানবাহিনী জাদুঘরের সামনে নতুন একটি বিজ্ঞাপনচিত্রের কাজ করছেন কাজী আসিফ। আজ বুধবার এর দৃশ্যধারণ শুরু হয়েছে।

প্রায় দশ মাস পর প্রাণের কোনো পণ্যের বিজ্ঞাপনে দেখা যাবে তাকে। এটি নির্মাণ করছেন তানভীর।

এ প্রসঙ্গে আসিফ বাংলনিউজকে বলেন, ‘শুরুতে বিমানবাহিনী জাদুঘরের সামনে,এরপর কোক ফ্যাক্টরীতে কাজ করছি। আশা করছি, দর্শকরা উপভোগ করবেন এটি। ’

মডেলিংয়ের বাইরে আসিফ বর্তমানে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নতুন ধারাবাহিক ‘দোস্ত দুশমন’ নাটকে অভিনয় করছেন। এ ছাড়া শিগগিরই মুক্তি পাবে তার নতুন ছবি ‘ঘাসফুল’। আকরাম খানের পরিচালনায় এতে তার নায়িকা শায়লা সাবি ও তানিয়া বৃষ্টি।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।