ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ছোটপর্দায় শাবনূর সপ্তাহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৫
ছোটপর্দায় শাবনূর সপ্তাহ শাবনূর

ফেব্রুয়‍ারি মাসের ৮ থেকে এটিএন বাংলায় শুরু হতে যাচ্ছে চিত্রনায়িকা শাবনূর সপ্তাহ। ৮ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত প্রচার হবে শাবনূর অভিনীত সাতটি চলচ্চিত্র।

প্রতিদিনের এই এই আয়োজনের শুরুতে থাকছে এফ আই মানিক পরিচালিত ‘হৃদয়ের বন্ধন’ ছবিটি।

এ ছবিতে শাবনূরের বিপরীতে অভিনয় করেছেন রিয়াজ ও আমিন খান। এরপর ক্রমান্বয়ে প্রচার হবে আবুল কালাসের ‘তুমি বড় ভাগ্যবতী’, মনতাজুর রহমান আকবরের ‘তুমি আমার স্বামী’, মহম্মদ হান্নানের ‘নয়ন ভরা জল’, জাকির হোসেন রাজু’র ‘নি:শ্বাসে তুমি বিশ্বাসে তুমি’, বি আর চৌধুরীর ‘বধু তুমি কার’ ও জাকির হোসেন রাজুর ‘ভালোবাসা কারে কয়’ ছবি।

চলচ্চিত্রগুলো রবি থেকে বুধবার সকাল ১০টা ৪০ মিনিট এবং বৃহস্পতি থেকে শনিবার দুপুর ৩টা ১০ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।