ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মাইক টাইসনের জীবনী নিয়ে ছবি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, মার্চ ২১, ২০১৫
মাইক টাইসনের জীবনী নিয়ে ছবি (বাঁ থেকে) মার্টিন স্করসিস, মাইক টাইসন ও জেমি ফক্স

বিখ্যাত বক্সার মাইক টাইসনের জীবনী নিয়ে চলচ্চিত্র পরিচালনা করতে যাচ্ছেন মার্টিন স্করসিস। এতে টাইসনের ভূমিকায় অভিনয় করবেন জেমি ফক্স।

একটি রেডিও চ্যানেলে খবরটি নিশ্চিত করেছেন হলিউডের এই অভিনেতা। তিনি বলেন, ‘মাইক টাইসনের গল্প নিয়ে নির্মাণাধীন ছবিতে কাজ করতে যাচ্ছি। ’

এদিকে ছবিটির জন্য মাইক টাইসন তার সেরা দশ বক্সিংয়ের তালিকা তৈরির জন্য ভক্তদের কাছে আহ্বান জানিয়ে একটি ভিডিও ছেড়েছেন।

অস্কারজয়ী নির্মাতা স্করসিস আশির দশকে আরেক কিংবদন্তি বক্সার জ্যাক লামোট্টার জীবনী নিয়ে ‘রেজিং বুল’ ছবিটি পরিচালনা করেন। এটি ১৯৮১ সালের অস্কারে আটটি বিভাগে মনোনীত হয়। এর মধ্যে রবার্ট ডি নিরো সেরা অভিনেতা বিভাগে পুরস্কার জেতেন।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, মার্চ ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।