ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ফেরদৌস আরার একক কণ্ঠে হাজার গান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, মার্চ ২২, ২০১৫
ফেরদৌস আরার একক কণ্ঠে হাজার গান ফেরদৌস আরা / ছবি : নূর- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘নজরুলসংগীত সমগ্র: খন্ড-১’ এবং ‘নজরুলসংগীত সমগ্র: খন্ড-২’ শিরোনামে নজরুলের গানের দুটি সংকলন প্রকাশ করেছিলেন ফেরদৌস আরা। প্রথমটিতে ৯টি এবং দ্বিতীয়টিতে ১২ গান ছিল।

এবার নজরুলের গান নিয়ে অনেক বড় পরিকল্পনার কথা জানালেন এই গায়িকা। তিনি জানান, একক কণ্ঠে হাজার গান প্রকাশ করবেন তিনি।

এক সময় লং প্লে, গ্রামোফোনে নজরুলের যেসব গান শোনা যেতো সেগুলোও তিনি সংগ্রহ করবেন। বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন খন্ডে এই গানগুলো তিনি প্রকাশ করবেন।

ফেরদৌস আরা গানগুলোর প্রকাশ নিয়ে বাংলানিউজকে বলেন, ‘আসছে মে মাসের নজরুল জয়ন্তীতে ‘নজরুল সংগীত সমগ্র‘ নামে এ অ্যালবামটি আসবে। আমার একক কণ্ঠে নজরুলের হাজার গান প্রকাশ করার উদ্যোগ নিয়েছে ইমপ্রেস অডিও ভিশন। শুদ্ধ বানী এবং সুরকে ঠিক রেখে কাজটা করতে চাই। ’

‘নজরুলসংগীত সমগ্র’ নামে কাজ চলছে বিভিন্ন খন্ডের। এখন একসঙ্গে কয়েকটি খন্ডের কাজ করছেন তিনি। আসছে নজরুলজয়ন্তীকে একসঙ্গে তিন-চারটি খন্ড প্রকাশ করার ইচ্ছা তাঁর।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, মার্চ ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।