ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

দিল্লির যে মেয়েকে বিয়ে করবেন শহীদ কাপুর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৫
দিল্লির যে মেয়েকে বিয়ে করবেন শহীদ কাপুর শহীদ কাপুর ও মিরা রাজপুত

বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন শহীদ কাপুর। পর্দার খবর নয় এটা, সত্যি সত্যি সাতপাকে বাঁধা পড়বেন তিনি।

পাত্রী দিল্লির মেয়ে মিরা রাজপুত। চলতি বছরের ডিসেম্বরে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

শোনা যাচ্ছে, এ বছরের ১৪ জানুয়ারি মকর সংক্রান্তির দিন মিরার অনামিকায় আংটি পরিয়ে দিয়েছেন শহীদ। তবে দু’জনই খবরটি সত্যতা স্বীকার না করে সংবাদমাধ্যমকে এড়িয়ে চলছেন।

লেডি শ্রীরাম কলেজে ইংরেজি বিষয়ে অনার্স তৃতীয় বর্ষে পড়ছেন মিরা। তার স্কুলজীবন কেটেছে বসন্ত ভ্যালি স্কুলে। রাধা সোয়ামি সতসং বিয়াস নামের একটি ধর্মীয় সংগঠনের মাধ্যমে শহীদ ও মিরার পরিচয়। শহীদ ও তার বাবা পঙ্কজ কাপুর সংগঠনটির একনিষ্ঠ অনুসারী। কয়েকদিন আগে মধ্যপ্রদেশের ছাতারপুরে মিরাদের বাড়িতে তার মা-বাবার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন পঙ্কজ কাপুর।

বেশ কিছুদিন আগে শহীদ জানান, চলচ্চিত্র শিল্পের সঙ্গে যুক্ত নন এমন মেয়েকে বিয়ে করতে চান তিনি। এতে জীবনকে অন্য দৃষ্টিকোণ দেখার ক্ষেত্রে সহায়ক হবে বলে মন্তব্য করেন ৩৪ বছর বয়সী এই অভিনেতা।

* (ওপরের ছবিতে) মিরা রাজপুত ও শহীদ কাপুর

বাংলাদেশ সময় : ১৩৫৭ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।