ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

জাহিদ হাসান ও বাঁধনের ‘জরুরি বিজ্ঞপ্তি’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৫
জাহিদ হাসান ও বাঁধনের ‘জরুরি বিজ্ঞপ্তি’ ‘জরুরি বিজ্ঞপ্তি’ নাটকের সেটে সেলফি তুলছেন জাহিদ হাসান ও বাঁধন

চারদিকের মানুষগুলো আস্তে আস্তে কেমন যেনো হয়ে যাচ্ছে। মানুষের প্রতি মানুষের বিশ্বাস কমে যাচ্ছে।

বর্তমান সময়ে এটি একরকম ক্যান্সারে রুপধারন করছে। তাই এসব বিষয় নিয়ে সম্প্রতি নির্মাতা মাসুদ সেজান নির্র্মাণ করছেন নতুন ধারাবাহিক নাটক ‘জরুরি বিজ্ঞপ্তি’। এটি রচনাও করেছেন তিনি।  

 

১৪ মার্চ থেকে রাজধানীর বিভিন্ন জায়গায় এর দৃশ্যধারনের কাজ শুরু হয়েছে। এ নাটকে কাজ শুরু করেছেন জাহিদ হাসান ও বাঁধন। আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন শামিমা নাজনীন, ডা. এজাজ, তারিক স্বপন, জুঁই, সাজ্জাদ হোসেন প্রমূখ।  

 

নাটকটি নিয়ে বাঁধন বাংলানিউজকে বলেন, ‘এখানে আমাকে নাহার চরিত্রে অভিনয় করতে দেখবেন দর্শকরা। জাহিদ হাসান (মাহবুব) বিয়ে করতে চান না। প্রেমে ছ্যাকা খাওয়া একজন মানুষ। তাকে জোর করে এনে আমার সঙ্গে বিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়। মজার ঘটনা নিয়ে তৈরী হচ্ছে এ নাটকটি। ’ 

 

খুব শিগগিরই যে কোনো চ্যানেলে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘জরুরি বিজ্ঞপ্তি’।  

 

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।