ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বাহারি পোশাকে বলিউডের নায়িকারা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৫



* অনামিকা খান্নার ডিজাইন করা কালো রঙা পোশাক পরে ক্যাটওয়াক করেছেন দীপিকা পাড়ুকোন।


* অনামিকা খান্নার ডিজাইন করা অতিরঞ্জিত কালো রঙা ধুতি-স্কার্টে কারিনা কাপুর খান।




* পুরনো দিনের ঢঙে অনামিকা খান্নার ডিজাইন করা শাড়ি ও ব্লাউজে জ্যাকুলিন ফার্নান্দেজ।


* ল্যাকমে ফ্যাশন উইকে বাড়তি জৌলুস যোগ করেছিলো কারিশমা কাপুরের অংশগ্রহণ। তিনি ক্যাটওয়াক করেন নেহা আগারওয়ালের পোশাক পরে।  


* জাবংয়ের মিস বেনেট ফ্রাঞ্চাইজির জন্য ক্যাটওয়াক করেন শ্রদ্ধা কাপুর।


* বলিউডের আইটেম গানের রানী মালাইকা অরোর খান পরেন ডিজাইনার দিমা আয়াদের পোশাক।  


* সোনাক্ষী সিনহা পরেছিলেন অনামিকা খান্নার ডিজাইন করা পোশাকে।


* অভিনেত্রী ইলিয়েনা ডি’ক্রুজ সেজেছিলেন গোলাপি লেহেঙ্গায়। সঙ্গে ছিলো হালকা গোলাপি ওড়না। এটি ডিজাইন করেছেন আনুশ্রী রেড্ডি।


* অভিনেত্রী এশা গুপ্তা ক্যাটওয়াক করেছেন ডিজাইনার অর্পিতা মেহতার জন্য।


* অভিনেত্রী সোহা আলি খান।


* সুনীত ভার্মার ডিজাইন করা লাল রঙা লেহেঙ্গা চোলি পরে ক্যাটওয়াক করেন অভিনেত্রী নার্গিস ফাখরি।


* অভিনেত্রী কালকি কোচলিন যেন হয়ে উঠেছিলেন শ্বেত পায়রা! তার পরা পোশাকটির ডিজাইনার নিশকা লুল্লা।


* পায়েল সিংঘালের ডিজাইন করা লেহেঙ্গা পরে ক্যাটওয়াক করেন অভিনেত্রী তামান্না ভাটিয়া।


* অভিনেত্রী হুমা কুরেশি সেজেছিলেন নীল-সবুজ পোশাকে।


* অভিনেত্রী নেহা ধুপিয়া পরেছিলেন সনু ধারনিধাড়কার পোশাক।


* ‘শামিতাভ’ ছবির মাধ্যমে বলিউডে পথচলা শুরু করা অভিনেত্রী অক্ষরা হাসানকে মঞ্চে মনে হচ্ছিলো যেন যুদ্ধক্ষেত্রের রানী! তার পরা পোশাকটির ডিজাইনার কনিকা সালুজা।


* ভিজে-গায়িকা সোফি চৌধুরী মিনি-স্কার্ট পরে ক্যাটওয়াক করেন সুভিকা দাবড়ার ‘পাপা ডোন্ট প্রিচ’ কালেকশনের জন্য।  


* অভিনেতা-নির্মাতা ফারহান আখতারের স্ত্রী তারকা হেয়ারস্টাইলিস্ট অধুনা আখতার ক্যাটওয়াক করেছেন ডিজাইনার আসমিতা মারওয়ার জন্য।


* অভিনেত্রী জেনেলিয়া ডি’সুজা।


* ডিজাইনার হিসেবে নিজের ‘অ্যা ট্রপিক্যাল ওয়ান্ডার’ শীর্ষক কাজ দিয়ে ফ্যাশন দুনিয়ায় যাত্রা শুরু করলেন সুপারস্টার শাহরুখ খানের সহধর্মিণী গৌরি খান।


* অভিনেত্রী সোনালি বেন্দ্রে।


* শাহরুখ খানের সহধর্মিণী গৌরি খানের ডিজাইন করা শাড়িতে অভিনেত্রী জেরিন খান।


* (বাঁয়ে) শিল্পা রেড্ডির ডিজাইন করা পোশাকে অভিনেত্রী নিমরাত কৌর, (ডানের ছবিতে) ঋদ্ধি মেহরার ডিজাইন করা পুদিনা সবুজ রঙা লেহেঙ্গায় অভিনেত্রী কিয়ারা আদভানি।

বাংলাদেশ সময় : ১৬৫০ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।