ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘দিলওয়ালে’র প্রথম দিন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৫
‘দিলওয়ালে’র প্রথম দিন

শাহরুখ-কাজলের জমাটি জুটি রোহিতের ছবিতেই ‘কামব্যাক’ করেছে, সে খবর এতদিনে বাসি। কিন্ত খবরের আঁচ থাকতে থাকতেই রোহিত শুরু করে দিলেন ছবির কাজ।

শুক্রবার থেকে মুম্বাইয়ে শুরু হয়েছে ‘দিলওয়ালে’র শুটিং। প্রথমদিনের শ্যুটে রেহিত রেখেছিলেন ছবির ‘বয় ব্রিগেড’কেই। শাহরুখ বাদে অবশ্য। কিং খান না থাকলেও বরুণ ধাওয়ান, বরুণ শর্মা, সঞ্জয় মিশ্র এবং জনি লিভারকে নিয়ে রমরমিয়ে হয়ে গেল প্রথমদিনের কাজ। কাস্ট লিস্টে এরা ছাড়াও রয়েছে বোমান ইরানি, বিনোদ খান্না, কৃতী শ্যানন, চেতনা পান্ডে, মুকেশ তিওয়ারি, মুরলী শর্মা ও আরও অনেকে। কৃতীই রোহিতের ‘লিডিং লেডি’ এ ছবিতে। শাহরুক এবং কাজলের শুট শুরু হওয়ার কথা পরের শিডিউল থেকে। সম্ভবত সেটা আগামী মে’তেই। প্রথমদিনে সেট’এ কাস্ট-সহ রোহিতের ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।  

 

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৫

 

Team Dilwale begins the shoot with a 'groufie'

Varun Dhawan, along with the team of Dilwale, posed for a groufie (group selfie) on the first day of shoot on March 21, 2015. Varun posted on Twitter, "A new journey a new film begins tomorrow the biggest Film Iv ever been part of. #Dilwale" [sic] 

Striking a pose in the picture are actors Varun Dhawan, Varun Sharma and other teammates with film's director Rohit, signifying day one through hand gesture. The film has a huge ensemble and along with Shah Rukh Khan, Kajol, Varun Dhawan and Kriti Sanon, the team will have thirteen more celebrities. Heropanti _actress Kriti Sanon, who will join the team later, posted on Twitter, "A new film begins tomo! A dream project! All the best @Varun_dvn ! Will join u soon in another 2 days!! Wooohoooo! Cant wait!! #Dilwale" [_sic] 

 

Rohit Shetty starts filming 'Dilwale'

Filmmaker Rohit Shetty has started shooting his upcoming Shah Rukh Khan-Kajol starrer movie "Dilwale" here.

The "Chennai Express" director started the first day filming of the ensemble cast movie with the boys brigade including Varun Dhawan, Varun Sharma, Sanjay Mishra and Johnny Lever.

"Dilwale with the big man himself #rohitshetty," Varun tweeted along with a picture from the set.

The rest of the cast -- Shah Rukh, Kajol, Kirti Sanon, Boman Irani, Vinod Khanna, Kabir Bedi -- will soon join the shoot.

Written by Sajid?Farhad, the film's music has been given by Pritam and the cinematographer of the film is Dudley.

"Dilwale" is slated to release this Christmas.

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।