ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ইমনের সঙ্গে কলকাতার টুয়া চক্রবর্তী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৫
ইমনের সঙ্গে কলকাতার টুয়া চক্রবর্তী ইমন ও টুয়া চক্রবর্তী

বেশ কিছুদিন কলকাতায় ছিলেন মডেল-অভিনেতা ইমন। তবে এর কারণ হিসেবে জানালেন নতুন একটি বিজ্ঞাপনচিত্রের কথা।

সেখানে তারসঙ্গে মডেল হয়েছেন কলকাতার মডেল ও ‍অভিনেত্রী টুয়া চক্রবর্তী।

২১ মার্চ কলকাতার টালিগঞ্জের স্টুডিওতে দেশীয় কোম্পানীর একটি পণ্যের দৃশ্যধারনের কাজ শেষ হয়েছে। শিগগিরই সব টিভি চ্যানেলে এর প্রচার শুরু হবে।

 

এ বিজ্ঞাপনচিত্রটি নির্দেশনা দিয়েছেন শনক মিত্র। ইমন বাংলানিউজকে বলেন, ‘আমি কলকাতায় কাজ শেষ করে ২২ মার্চ দেশে ফিরেছি। কাজটি ভালো হয়েছে। টুয়া চক্রবর্তীও কলকাতার ভালো একজন মডেল ও ‍অভিনেত্রী। আশা করি, দর্শকরা কাজটি পছন্দ করবেন। ’

 

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।