দিনাত জাহান মুন্নি আধুনিক, লোকজ, লালনের মতো নানা ধরনের গান গেয়েছেন। কনসার্ট আর টিভি অনুষ্ঠানেও বিভিন্ন গান গেয়ে থাকেন তিনি।
বাংলাভিশনে ২৫ মার্চ রাত ১১টা ২৫ মিনিট থেকে ‘মিউজিক ক্লাব’ অনুষ্ঠানে সরাসরি গানগুলো গাইবেন মুন্নি। এর মধ্যে উল্লেখযোগ্য- ‘দাম দিয়ে কিনেছি বাংলা’, ‘সবকটা জানালা খুলে দাও না’, ‘একবার বিদায় দে মা ঘুরে আসি’, ‘একবার যেতে দে না’, ‘এক নদী রক্ত পেরিয়ে’, ‘এক সাগর রক্তের বিনিময়ে’। এ ছাড়া তার নিজের গাওয়া দেশের গানও পরিবেশন করবেন।
মুন্নি বাংলানিউজকে বলেছেন, ‘১৯৭১ সালের ২৫ মার্চ কালোরাত্রিতে নিরস্ত্র বাঙালিদের ওপর অতর্কিত আক্রমণ চালানো হয়েছিলো। তাই শহীদদের আত্মত্যাগের কথা আছে এমন গানই বেশি গাইবো ‘মিউজিক ক্লাব’ অনুষ্ঠানে। ’
বাংলাদেশ সময় : ১৮০৭ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৫