মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের অংশ হিসেবে কবিতা ও আবৃত্তি অনুষ্ঠান আয়োজন করেছে বাংলাদেশ জাতীয় জাদুঘর। আগামী ২৬ মার্চ সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে এটি শুরু হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। তিনি আবৃত্তিও করবেন। আয়োজকরা জানান, আবৃত্তি শিল্পী তালিকায় আছেন জনপ্রিয় অনেক মুখ। তারা হলেন আলী যাকের, শমী কায়সার, রোকেয়া প্রাচী, সৈয়দ হাসান ইমাম, রামেন্দু মজুমদার, পীযূষ বন্দ্যোপাধ্যায়, জয়ন্ত চট্টোপাধ্যায়, আফরোজা বানু।
এ ছাড়াও আবৃত্তি করবেন কেয়া চৌধুরী, ভাস্বর বন্দ্যোপাধ্যায়, আহকাম উল্লাহ, ডালিয়া আহমেদ, মাহিদুল ইসলাম, লায়লা আফরোজ, আশরাফুল আলম, রণজিৎ কুমার বিশ্বাস, ক্যামেলিয়া, বেলায়েত হোসেন, রফিকুল ইসলাম, মাসকুর কল্লোল, তামান্না তিথি, ঝর্ণা সরকার, সামিউল ইসলাম ও কান্তি কানিজা।
বাংলাদেশ সময় : ১৭৫৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৫