ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মুক্তির আগে ‘পাগলা দিওয়ানা’ ছবির অনুষ্ঠান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৯ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৫
মুক্তির আগে ‘পাগলা দিওয়ানা’ ছবির অনুষ্ঠান ‘পাগলা দিওয়ানা’ ছবির গানের দৃশ্যে শাহরিয়াজ ও পরীমনি

ছবি মুক্তি পেতে এখনো ১০ দিন বাঁকী। তবে এর আগে রাজধানীর একটি রেস্তোঁরায় অনুষ্ঠিত হলো এক জমকালো অনুষ্ঠান।

বলছি ৩ এপ্রিল মুক্তি পেতে যাওয়া ‘পাগলা দিওয়ানা’ ছবির কথা। ওয়াজেদ আলী সুমনের এ ছবির সকল কলাকুশলী অনুষ্ঠানে হাজির হয়। এর আয়োজন করে টাইগার মিডিয়া।

 ‘পাগলা দিওয়ানা’ আগামী ৩রা এপ্রিল ঢাকাসহ সারা দেশে মুক্তি পাবে। এ ছবিতে আরও চমৎকারভাবে পরীমনি দর্শকদের সামনে আসবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন অনেক হিট ছবির পরিচালক ওয়াজেদ আলী সুমন। তিনি বলেন, রোমান্টিক অ্যাকশন ছবিতে একজন নতুন নায়িকাকে দর্শকরা যেভাবে পছন্দ করেন, ‘পাগলা দিওয়ানা’ ছবিতে পরীমনিকে সেভাবেই উপস্থাপন করা হয়েছে। আমার বিশ্বাস, এ ছবিতেই পরীমনির মধ্যে একজন অন্যতম সেরা নায়িকাকে খুঁজে পাবে চলচ্চিত্র শিল্প।

গেল বছরের ১০ নভেম্বর ছাড়পত্রের জন্যে সেন্সর বোর্ডের কাছে জমা দেয়া হয় ‘পাগলা দিওয়ানা’। এক সপ্তাহ পর বিনা কর্তনে ছাড়পত্রও মেলে ছবির ভাগ্যে। অবশেষে ছবিটি মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন রুম্মান রশীদ খান।

মাত্র এক মাসের ব্যবধানে ক্যারিয়ারের দ্বিতীয় ছবি নিয়ে দর্শকদের সামনে আসছেন পরীমনি। এ প্রসঙ্গে পরীমনি বলেন, ‘ প্রথম ছবিটি মুক্তি পাওয়ার কিছুদিনের মাথায়ই জানতে পারি চলচ্চিত্রটি মুক্তি পাচ্ছে। খুবই আনন্দিত। খুব চমৎকার প্রেমের গল্প এটি। আমি আশা করি প্রথম ছবির মতো দ্বিতীয় চলচ্চিত্রেও দর্শক আমাকে একইভাবে গ্রহন করবে। ’

মিজানুর রহমানের প্রযোজনা এবং পুতুল কথাচিত্রের পরিবেশনায় ‘পাগলা দিওয়ানা’ ছবিতে পরীমনির সঙ্গে আরও অভিনয় করেছেন শাহরিয়াজ, সবুজ, অমৃতা, মিশা সওদাগর, রুবেল, আলীরাজ প্রমুখ। ছবির গানগ‍ুলো লিখেছেন কবির বকুল ও সুদীপ কুমার দীপ। সঙ্গীত পরিচালনা করেছেন আহমেদ হুমায়ুন।

বাংলাদেশ সময়: ০১৪০ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।