ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সেরা অভিনেত্রীর মুকুট জিতলেন কঙ্গনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৫
সেরা অভিনেত্রীর মুকুট জিতলেন কঙ্গনা

২৪ মার্চ ঘোষিত হল ভারতের ৬২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার।  আর এবার ‘কুইন’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন কঙ্গনা রানৌত।

সেরা  ছবির  পুরস্কার পেয়েছে  বলিউডের  ছবি  ‘হায়দার’  ও ‘মেরি কম’।  

 

২৪ মার্চ  ছিল  কঙ্গনার  জন্মদিন।  এদিন  যেন  জন্মদিনের  বিলম্বিত  উপহার পেলেন  ২৮ বছর বয়সী এই অভিনেত্রী। এটা তার ক্যারিয়ারের দ্বিতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এ ছবিতে  প্রেমিকের  কাছে  বিয়ের  ঠিক  আগের মূহ‍ূর্তে  প্রত্যাখ্যান হওয়া  এক  তরুণীর  চরিত্রে  অভিনয়  করেছেন  তিনি। ২০১০ সালে ‘ফ্যাশন’  ছবিতে  অভিনয়ের  জন্য  সেরা  সহ- অভিনেত্রীর  পুরস্কার  পেয়েছিলেন  তিনি।

সেরা তালিকা:

ছবি: কোর্ট

হিন্দি ছবি: কুইন

বাংলা ছবি: নির্বাসিত

পরিচালক: সৃজিত মুখার্জি

অভিনেতা: বিজয় (নানা অভানল্লা অভালু)

অভিনেত্রী: কঙ্গনা রনৌত (কুইন)

পার্শ্বঅভিনেতা: ববি সিমহা (জিগরথান্ড)

পার্শ্বঅভিনেত্রী: বলজিন্দর কৌর (পাগড়ি দ্য অনার) 

গায়ক: সুখবিন্দর সিংহ (হায়দার)

গায়িকা: উত্তরা উন্নিকৃষ্ণণ (সাইভম)

সংগীত পরিচালক: বিশাল ভরদ্বাজ (হায়দার)

চিত্রগ্রাহক: সুদীপ চট্টোপাধ্যায়

গীতিকার: নাগ মুত্থুকুমার

সম্পাদনা: বিবেক হরসন (জিগরথান্ড)


বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।