ভারতের ৬২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মোট ১৩টি পুরস্কার জিতেছে ওপার বাংলার ছবি। এর মধ্যে ‘চতুষ্কোণ’ পেয়েছে ৩টি।
দুটি করে পুরস্কার জিতেছে ‘নির্বাসিত’ এবং ‘আসা যাওয়ার মাঝে’। একটি করে পুরস্কার জিতেছে কৌশিক গঙ্গুলির ‘ছোটদের ছবি’। ১৩টি পুরস্কারের মধ্যে ৫টি এসেছে প্রামাণ্যচিত্র বিভাগে।
বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৫