মহান স্বাধীনতা দিবসে দেশের আবৃত্তি সংগঠন হরবোলা আয়োজন করছে 'মুক্তিসংগ্রামেরকবিতা' শিরোনামের বিশেষ আবৃত্তি অনুষ্ঠান। এতে আবৃত্তি করবেন মজুমদার বিপ্লব, ইকবাল হোসাইন, জোবায়দা লাবণী, রুশনান মূর্তজা লুবা, ঝুমি রহমান, সাবিহা ফেরদৌসী, ওসোহেল শিশির।
‘হরবোলা’ আবৃত্তি সংগঠনের পরিচালক মজুমদার বিপ্লব বাংলানিউজকে বলেন, ‘একাত্তরের মুক্তিযুদ্ধকালীন ভয়াবহ দিনগুলোর বাস্তবতা এবং বর্তমান বাংলাদেশে স্বাধীনতা অর্জনকে ঘিরে আমাদের হতাশা ও মুক্তিযুদ্ধের চেতনার পুনর্জাগরনের আকাঙ্খা ব্যক্ত হয়েছে এসব লেখায়। সকলকে অনুষ্ঠানে আমান্ত্রণ জানাতে চাই। ’
২৬মার্চ সন্ধ্যা ৭টায় অনুষ্ঠানটি হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে।
বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৫