সংগীতশিল্পী মিলা অনেকদিন ধরেই মঞ্চে গান পরিবেশনা থেকে অনিয়মিত ছিলেন। তবে ২৮ মার্চ আবারো মঞ্চ কাঁপাবেন এই শিল্পী।
অনুষ্ঠানটি উপলক্ষে র্যাব এর প্রধান কার্যালয়ে আয়োজন করা হচ্ছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। এ আয়োজনে র্যাব ফোর্সেস এবং এটিএন বাংলার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে ‘পপুলার লাইফ ইন্সুরেন্স এলিট সাংস্কৃতিক সন্ধ্যা’।
এ অনুষ্ঠানে মিলা ছাড়াও থাকবেন আঁখি আলমগীর, রাজীব, কিশোর, পুজাসহ অন্যান্য শিল্পীবৃন্দ। সংগীতের পাশাপাশি থাকবে নৃত্য, কৌতুকসহ অন্যান্য পরিবেশনা। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন আরেফিন শুভ, মেহজাবিন, সোহাগসহ অন্যান্য শিল্পীবৃন্দ। এছাড়া কৌতুক পরিবেশন করবেন আবু হেনা রনি।
র্যাব মহাপরিচালকসহ র্যাবের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ ও তাদের পরিবার অনুষ্ঠানে উপস্থিত থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন।
এটিএন বাংলা অনুষ্ঠানটি র্যাবের প্রধান কার্যালয় থেকে সরাসরি সম্প্রচার করা হবে ২৮ মার্চ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। শিমুল ও মারিয়ার উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করবেন মুকাদ্দেম বাবু ও রাসেল মাহমুদ।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৫