নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার সোহাগ একজন দক্ষ নৃত্যশিল্পী। তারই ছাত্রী লাক্সতারকা মেহজাবিন।
এজন্য পুরোদমে রিহাসসেল করছেন এই জুটি। হৃদয় খানের ‘বল না তুই বলনা’সহ বেশকয়েকটি জনপ্রিয় গানের সঙ্গে নাচতে দেখা যাবে তাদের।
মেহজাবিন বাংলানিউজকে বলেন, ‘গত তিন বছর ধরে সোহাগ ভাই আমার নাচের পার্টনার। বিভিন্ন অনুষ্ঠানে আমরা একসঙ্গে পারফর্ম করেছি। এখনও করছি। তিনি একজন অসাধারণ নৃত্যশিল্পী। ’
সোহাগ বলেন, ‘গত দুই যুগ ধরে নৃত্যের সঙ্গে আছি। আমার অনেক ছাত্র-ছাত্রী আজ মিডিয়াতে ভালো অবস্থানে রয়েছে। ভাবতে বেশ ভালোলাগে। ভালোলাগার জায়গা থেকে কাজ করে যাচ্ছি। ’
এ অনুষ্ঠানে সোহাগের তত্বাবধানে নাদিয়া ও চাঁদনী নৃত্য তাদের দল সহ নৃত্য পরিবেশনা করবেন বলে জানা যায়।
বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৫