ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

বিনোদন

৯ দিন ‘এমআইবি-গানমেলা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৫
৯ দিন ‘এমআইবি-গানমেলা

দেশের সংগীতশিল্পী, গীতিকার, সুরকার, যন্ত্রশিল্পী এবং তাদের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন অঙ্গনের সৃষ্টিশীল মানুষদের মধ্যে মেলবন্ধন ঘটাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘এমআইবি-গানমেলা’। এর আয়োজন করেছে মিউজিক ইন্ডাস্ট্রিজ ওনার্স অ্যাসোসিয়েশনের (এমআইবি)।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি মাঠে আগামী ৯ থেকে ১৭ এপ্রিল অনুষ্ঠিত হবে এটি।  

 

গানমেলার সমন্বয়কারী সাজেদ ফাতেমী জানান, অমর একুশে গ্রন্থমেলার আদলে মিউজিক ইন্ডাস্ট্রিজ ওনার্স অ্যাসোসিয়েশনের (এমআইবি) এই আয়োজন। আগামী ২৯ মার্চ দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তারা এই মেলা সম্পর্কে বিস্তারিত জানাবেন।  

 

এমআইবির সভাপতি এ.কে.এম. আরিফুর রহমান ও মহাসচিব শেখ সাহেদ আলী পাপ্পু জানান, ১৯৮০ সালে বাংলাদেশে প্রথমবারের মতো অডিও ক্যাসেট সমিতি নামে যাত্রা শুরু হওয়া এমআইবি নতুনরূপে হাল ধরে ২০০৯ সালে। তখন থেকে দেশীয় সংগীতের পৃষ্ঠপোষকতা ও প্রসারের কাজে নিয়োজিত রয়েছে এই সংগঠনটি। তারই ধারাবাহিকতায় এই গানমেলার আয়োজন।  

 

বাংলাদেশ সময় : ১৩৪৭ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।