দেশের সংগীতশিল্পী, গীতিকার, সুরকার, যন্ত্রশিল্পী এবং তাদের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন অঙ্গনের সৃষ্টিশীল মানুষদের মধ্যে মেলবন্ধন ঘটাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘এমআইবি-গানমেলা’। এর আয়োজন করেছে মিউজিক ইন্ডাস্ট্রিজ ওনার্স অ্যাসোসিয়েশনের (এমআইবি)।
গানমেলার সমন্বয়কারী সাজেদ ফাতেমী জানান, অমর একুশে গ্রন্থমেলার আদলে মিউজিক ইন্ডাস্ট্রিজ ওনার্স অ্যাসোসিয়েশনের (এমআইবি) এই আয়োজন। আগামী ২৯ মার্চ দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তারা এই মেলা সম্পর্কে বিস্তারিত জানাবেন।
এমআইবির সভাপতি এ.কে.এম. আরিফুর রহমান ও মহাসচিব শেখ সাহেদ আলী পাপ্পু জানান, ১৯৮০ সালে বাংলাদেশে প্রথমবারের মতো অডিও ক্যাসেট সমিতি নামে যাত্রা শুরু হওয়া এমআইবি নতুনরূপে হাল ধরে ২০০৯ সালে। তখন থেকে দেশীয় সংগীতের পৃষ্ঠপোষকতা ও প্রসারের কাজে নিয়োজিত রয়েছে এই সংগঠনটি। তারই ধারাবাহিকতায় এই গানমেলার আয়োজন।
বাংলাদেশ সময় : ১৩৪৭ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৫