তার বানানো নাটক, টেলিছবি আর বিজ্ঞাপনচিত্রগুলোর প্রায় সবই দর্শকমহলে সমাদৃত। কিন্তু বানাবেন বানাবেন করেও চলচ্চিত্র বানানো হচ্ছিলো না অমিতাভ রেজার।
ছবিটিতে অভিনয় করবেন কারা? এ প্রশ্নের উত্তর পাওয়া যাবে আগামী ২৯ মার্চ সকাল ১০টার পর। ওই সময় রাজধানীর একটি পাঁচতারা হোটেলে ‘আয়নাবাজি’র সংবাদ সম্মেলনে সব জানাতে চান অমিতাভ রেজা।
বাংলাদেশ সময় : ১৪০১ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৫