ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

বিনোদন

‘অন্তরঙ্গ’ হয়ে আলিশার ফেরা

কামরুজ্জামান মিলু, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৫
‘অন্তরঙ্গ’ হয়ে আলিশার ফেরা আলিশা প্রধান/ ছবি:নূর /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিজ্ঞাপন ও চলচ্চিত্রে মোটামুটি ব্যস্ত হয়ে উঠেছিলেন আলিশা প্রধান। কিন্তু মাঝে অনেকদিন ধরেই বিরতিতে ছিলেন তিনি।

নতুন খবর হলো, বিরতি শেষে ফিরছেন জনপ্রিয় এই মডেল-অভিনেত্রী। তার নতুন ছবি প্রয়াত নির্মাতা চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘অন্তরঙ্গ’র মাধ্যমে বড় পর্দায় আসছেন তিনি।  

 

আলিশা বাংলানিউজকে বলেন, ‘ব্যক্তিগত নানা কারণে ও ব্যবসায়িক কাজে একটু ব্যস্ত ছিলাম। ‘অন্তরঙ্গ’ ছবির সম্পাদনা ও ডাবিং সম্পন্ন হয়েছে। ১০ এপ্রিল এটি সেন্সরে জমা পড়বে। মে মাসেই এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আশা করছি। ’

কার্নিভাল মোশন পিকচার্সের ব্যানারে নির্মিত ‘অন্তরঙ্গ’ ছবির আবহসংগীতের কাজ করবেন ইমন সাহা। আলিশার পাশাপাশি এতে অভিনয় করেছেন ইমন, অমিত হাসান, দিতি, অরুণা বিশ্বাস প্রমুখ।

 

‘অন্তরঙ্গ’র দুই অভিনয়শিল্পী ইমন ও আলিশা প্রধানের সঙ্গে সম্রাটকে যুক্ত করে ‘ভুল যদি হয়’ নামের আরেকটি ছবি পরিচালনা করেছিলেন চাষী নজরুল ইসলাম। এখন এর পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। এটি প্রযোজনা করছেন ড. মাহফুজুর রহমান।  

 

* ‘অন্তরঙ্গ’ ছবির প্রথম ট্রেলর

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।