বিজ্ঞাপন ও চলচ্চিত্রে মোটামুটি ব্যস্ত হয়ে উঠেছিলেন আলিশা প্রধান। কিন্তু মাঝে অনেকদিন ধরেই বিরতিতে ছিলেন তিনি।
আলিশা বাংলানিউজকে বলেন, ‘ব্যক্তিগত নানা কারণে ও ব্যবসায়িক কাজে একটু ব্যস্ত ছিলাম। ‘অন্তরঙ্গ’ ছবির সম্পাদনা ও ডাবিং সম্পন্ন হয়েছে। ১০ এপ্রিল এটি সেন্সরে জমা পড়বে। মে মাসেই এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আশা করছি। ’
কার্নিভাল মোশন পিকচার্সের ব্যানারে নির্মিত ‘অন্তরঙ্গ’ ছবির আবহসংগীতের কাজ করবেন ইমন সাহা। আলিশার পাশাপাশি এতে অভিনয় করেছেন ইমন, অমিত হাসান, দিতি, অরুণা বিশ্বাস প্রমুখ।
‘অন্তরঙ্গ’র দুই অভিনয়শিল্পী ইমন ও আলিশা প্রধানের সঙ্গে সম্রাটকে যুক্ত করে ‘ভুল যদি হয়’ নামের আরেকটি ছবি পরিচালনা করেছিলেন চাষী নজরুল ইসলাম। এখন এর পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। এটি প্রযোজনা করছেন ড. মাহফুজুর রহমান।
বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৫