‘দিকে দিকে তল্লাটে তল্লাটে
হৈ হৈ হৈ হৈ হল্লাতে হল্লাতে
বাজা ঢাক-ঢোল বাজা বাজারে
নাচে গানে সাজো রানী রাজারে
এসেছে নতুন ভোর
খোলো খোলো দোর
শুনে যাও জীবনেরই ডাক
এলোরে এলোরে রঙিলা বৈশাখ’
বেলাল খান ও পূজার গাওয়া নতুন গানের মুখ এটি। পহেলা বৈশাখ উপলক্ষে তৈরি করা গানটি প্রকাশ হবে একটি মিশ্র অ্যালবামে।
গত ২৭ মার্চ এফডিসিতে চিত্রায়িত গানটির ভিডিওচিত্রে মডেল হয়েছেন নাদিয়া ও নিয়াজ। এতে নেচেছেন পেশাদার নৃত্যদল। বেলাল আর পূজা ভিডিওচিত্রেও অংশ নিয়েছেন। পূজা বললেন, ‘এটি নাচের উপযোগী গান। শুনলেই নাচতে ইচ্ছে করে! ভিডিওচিত্রে আমাকেও নাচতে দেখা যাবে। ’
ভিডিওচিত্রটি নির্মাণ করেছেন সিনেআর্টের শুভব্রত সরকার। ১ এপ্রিল থেকে ‘রঙিলা বৈশাখ’ গানটি বিভিন্ন টিভি চ্যানেলসহ ইউটিউবে দেখা যাবে।
বাংলাদেশ সময় : ১৪৩৩ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৫