ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

বিনোদন

বেলাল খান ও পূজার ‘রঙিলা বৈশাখ’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৫
বেলাল খান ও পূজার ‘রঙিলা বৈশাখ’ (বাঁ থেকে) পূজা, বেলাল খান, নাদিয়া ও নিয়াজ

‘দিকে দিকে তল্লাটে তল্লাটে

হৈ হৈ হৈ হৈ হল্লাতে হল্লাতে

বাজা ঢাক-ঢোল বাজা বাজারে

নাচে গানে সাজো রানী রাজারে

এসেছে নতুন ভোর

খোলো খোলো দোর

শুনে যাও জীবনেরই ডাক

এলোরে এলোরে রঙিলা বৈশাখ’

 

বেলাল খান ও পূজার গাওয়া নতুন গানের মুখ এটি। পহেলা বৈশাখ উপলক্ষে তৈরি করা গানটি প্রকাশ হবে একটি মিশ্র অ্যালবামে।

এর কথা লিখেছেন সোমেশ্বর অলি। তিনি জানান, চিরায়ত বাংলার সৌন্দর্য তুলে ধরা হয়েছে এতে। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন বেলাল খান ও প্রীতম হাসান।  

 

গত ২৭ মার্চ এফডিসিতে চিত্রায়িত গানটির ভিডিওচিত্রে মডেল হয়েছেন নাদিয়া ও নিয়াজ। এতে নেচেছেন পেশাদার নৃত্যদল। বেলাল আর পূজা ভিডিওচিত্রেও অংশ নিয়েছেন। পূজা বললেন, ‘এটি নাচের উপযোগী গান। শুনলেই নাচতে ইচ্ছে করে! ভিডিওচিত্রে আমাকেও নাচতে দেখা যাবে। ’

 

ভিডিওচিত্রটি নির্মাণ করেছেন সিনেআর্টের শুভব্রত সরকার। ১ এপ্রিল থেকে ‘রঙিলা বৈশাখ’ গানটি বিভিন্ন টিভি চ্যানেলসহ ইউটিউবে দেখা যাবে।

 

বাংলাদেশ সময় : ১৪৩৩ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।