রবীন্দ্রনাথ ঠাকুরের গান নিয়ে পূর্ণাঙ্গ একক অ্যালবাম তৈরি করেছেন বাপ্পা মজুমদার। খবরটা গত বছরই জানিয়েছিলেন তিনি।
বাপ্পা বাংলানিউজকে আরও জানান, এ অ্যালবামের জন্য নির্বাচন করা হয়েছে কবিগুরুর ১০টি গান। বেশিরভাগই প্রেম পর্যায়ের। এর মধ্যে রয়েছে ‘এমনও দিনে তারে বলা যায়’, ‘পুরানো সেই দিনের কথা’, ‘আমার পরান যাহা চায়’, ‘বেঁধেছি আমার প্রাণ’ প্রভৃতি।
‘বেঁধেছি আমার প্রাণ’ বাজারে আনবে জিরোনা বাংলাদেশ।
* রবীন্দ্রসংগীত অ্যালবাম প্রেমো
** রবীন্দ্রসংগীত নিয়ে বাপ্পার অ্যালবাম
বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৫