দেশের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা, তাই বছরের একটি দিনও ফাঁকা থাকে না শাকিব খানের। ফলে জন্মদিনটাও কাটছে কাজে কাজে।
রাত ১২টা ১ মিনিটে কেক কেটেছেন শাকিব। সেখানে ছিলেন ছবিটির অভিনেত্রী অপু বিশ্বাস। এ ছাড়া তাকে শুভেচ্ছা জানাতে যান শাকিবের ‘মেন্টাল’ ছবির পরিচালক শামীম আহমেদ রনি, প্রযোজক টফি খানসহ অনেকে।
শাকিব খানের প্রকৃত নাম মাসুদ রানা। তিনি জন্মগ্রহণ করেন গোপালগঞ্জ জেলার একটি মুসলিম পরিবারে। বেড়ে উঠেছেন শিল্পনগরী নারায়ণগঞ্জে। ১৯৯৯ সোহানুর রহমান সোহান পরিচালিত ‘অনন্ত ভালোবাসা’ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। এরপর কাজ করেছেন অসংখ্য ছবিতে।
২০১০ সালে ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’ এবং ২০১২ সালে ‘খোদার পরে মা’ ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন শাকিব খান।
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৫