ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

বিনোদন

টাকার খেলায় শীর্ষে ডিক্যাপ্রিও

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৫
টাকার খেলায় শীর্ষে ডিক্যাপ্রিও লিওনার্ডো ডিক্যাপ্রিও

এখনও অস্কার জিততে পারেননি, তাতে কি! হলিউডে টাকার খেলায় সবাইকে টক্কর দেওয়ার ক্ষেত্রে ঠিকই এগিয়ে থাকেন লিওনার্ডো ডিক্যাপ্রিও। তিনিই এখন সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতা।

প্রযোজক, প্রতিনিধি ও নির্বাহীদের মধ্যে পরিচালিত হলিউড রিপোর্টারের এক জরিপে এ তথ্য বেরিয়েছে।

জানা গেছে, ছবিপ্রতি আড়াই কোটি মার্কিন ডলার পেয়ে থাকেন ডিক্যাপ্রিও। দুই কোটি ডলার করে পাওয়ায় তার কাছে হেরে গেছেন রবার্ট ডাউনি জুনিয়র, ম্যাট ডেমন, সান্ড্রা বুলক ও ডেনজেল ওয়াশিংটন। দেড় কোটি ডলারের ক্লাবে আছেন অ্যাঞ্জেলিনা জোলি, ব্র্যাডলি কুপার, ডোয়ায়েন জনসন। জেনিফার লরেন্স ছবিপ্রতি পেয়ে থাকেন ১ কোটি ডলার।

বাংলাদেশ সময় : ১৮১৪ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।